সরস্বতীর চারটে হাত?

কথিত আছে দেবী সরস্বতী ব্রহ্মার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি । কীভাবে হল বাগদেবীর জন্ম ? জানেন কি?

বায়ু পুরাণ অনুযায়ী কল্পান্তে সমুদয় জগৎ রুদ্র কর্তৃক সংহৃত পুনর্বার প্রজাসৃষ্টির জন্য প্রজাপতি ব্রহ্মা নিজের অন্তর থেকেই দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। সরস্বতীকে আশ্রয় করেই ব্রহ্মার প্রজাসৃষ্টির সূচনা। কথিত গরুড় পুরাণে সরস্বতী শক্তি অষ্টবিধা। অর্থাৎ আটটি গুণে সম্পন্ন এই দেবী । শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতি। তন্ত্রে এই অষ্টশক্তি যথাক্রমে যোগ, সত্য, বিমল, জ্ঞান, বুদ্ধি, স্মৃতি, মেধা ও প্রজ্ঞা। ধ্যান বা স্তোত্রবন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী ক্ষেত্রভেদে দ্বিভূজা অথবা চতুর্ভূজা এবং মরালবাহনা অথবা ময়ূরবাহনা। অর্থাৎ দেবী সরস্বতীর বাহন হাঁস ও ময়ূর উভয়ই ।

উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী পূজিত হন। ইনি অক্ষমালা, কমণ্ডলু, বীণা ও বেদপুস্তকধারিণী। অর্থাৎ, দেবীর এক হাতে থাকে অক্ষমালা, এক হাতে কমণ্ডলু , অন্য হাতে বীনা ও আরেক হাতে থাকে বেদ বা বই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube