সরকার-ব্যাঙ্ক-রেলে নিয়োগে হবে অভিন্ন পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : কমন এলিজিবিটি টেস্ট আয়োজনের জন্য ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’ গঠন করা হচ্ছে। ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থাৎ এবার থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি), ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) এবং স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) নন-গেজেটেড পদে নিয়োগের ক্ষেত্রে একটি অভিন্ন পরীক্ষা হবে।  ভবিষ্যতে সব কেন্দ্রীয় সরকারি পরীক্ষা ক্ষেত্রেই একটি অভিন্ন পরীক্ষা হবে।

ঘোষণা :

১) তিনটি এজেন্সির প্রতিনিধি থাকবেন ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’-তে।

২) প্রথম পর্যায়ের পরীক্ষায় অভিন্ন পরীক্ষা নেবে। অনলাইনে পরীক্ষা হবে। সঙ্গে সঙ্গে নম্বর দেওয়া হবে। তিন বছর সেই নম্বরের বৈধ থাকবে। তিন বছরের মধ্যে তিনবারই পরীক্ষা দেওয়া যাবে। যে বারের নম্বর দেওয়া হবে, সেটি চূড়ান্ত নম্বর হিসেবে বিবেচিত হবে। যিনি চাইবেন, তিনি একবারও পরীক্ষা দিতে পারবেন।

৩) প্রতি জেলায় একটি করে পরীক্ষাকেন্দ্র থাকবে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কেন্দ্রের সংখ্যা বেশি হবে।

৪) সিলেবাস এক হবে।

৫) একাধিক ভাষায় পরীক্ষা হবে। আপাতত ১২ টি ভারতীয় ভাষায় হবে। পরে আরও বাড়ানো হবে।

৬) বয়সের ন্যূনতম ও সর্বোচ্চ সীমা এক থাকবে। পরিবর্তন হবে না।

৭) শুধু প্রিলিমিনারি পরীক্ষায় অভিন্ন পরীক্ষা হবে। তারপরের পর্যায় থেকে অভিন্ন পরীক্ষা হবে না।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube