
সরকারি নোটিশ অনুযায়ী ঝাড়গ্রাম জেলার ৪৭৯ স্কুল বন্ধ হতে চলেছে। সেইরকমই এক আজব স্কুল।মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী কিন্তু রয়েছে তিন জন শিক্ষক শিক্ষিকা।
ঝাড়গ্রাম ব্লকের জোড়াখালি জুনিয়র হাইস্কুলে সেরকম কোন ছাত্র-ছাত্রী নেই , কিন্তু রয়েছে চার জন শিক্ষক । ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত এই জুনিয়ার হাই স্কুল তৈরি হয়েছিল ২০০৯ সালে । আর ২০২৩ সালে এসে দেখা যাচ্ছে ওই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। আর এই ধরনের স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তা নিচ্ছে রাজ্য সরকার।
এলাকাবাসীর বক্তব্য স্কুল কে তারা বাঁচিয়ে রাখবেন। প্রত্যেকদিন মাস্টার মশাইরা আসেন ঠিকই কিন্তু স্কুলে নেই সেভাবে পড়ুয়া হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী আসে । আর এভাবেই নাকি চলে আসছে স্কুল । স্কুলের সামনে রয়েছে প্রশস্ত জায়গা যেখানে চাষ হয়েছে টমেটো বেগুন, রয়েছে অফিস রুম, রয়েছে মিড ডে মিল রান্নার জন্য আলাদা রান্নাঘর। স্কুল চত্বরে রয়েছে যাবতীয় ব্যবস্থা। কিন্তু যাদের জন্যই ব্যবস্থা তারা কোথায় এ প্রশ্নের উত্তর নেই কারোর কাছেই ।
সরকার পোষিত এই স্কুল সরকারি নোটিশ অনুযায়ী আগামী দিনে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। স্কুল বন্ধের আশঙ্কায় চিন্তিত অভিভাবক -অভিভাবিকারা।
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023