সরকারি কর্মচারীর জন্য এবার শিফটিঁ ডিউটি, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : লোকাল ট্রেন চলছে না। অপ্রতুল বাস। সব মিলিয়ে অফিসে যেতে গিয়ে বিপাকে পড়ছেন আম আদমি। সেই কারণেই এবাার দুই ব্যাচে সরকারি কর্মচারীদের অফিসে যেতে দেওয়ার অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। 

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এবার থেকে ডেপুটি সেক্রেটারি অবধি কর্মীরা দুই ব্যাচে অফিস আসবেন। একটি শিফট থাকবে সকাল সাড়ে নটা থেকে দুুুপুর আড়াইটে অবধি। অন্য শিফটটা চলবে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি। এতে বাস-ট্রামের জন্য হুড়োহুড়ি একটু কম হবে বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 

আগেই নিয়ম ছিল যে একদিন অন্তর করে কর্মীদের আসতে হবে। সেই নিয়মটা এখনও চলবে। এবার তার সঙ্গে জুড়ে গেল শিফট অনুযায়ীকাজ। মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলেন যে বেসরকারি সংস্থাদের যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করানো উচিত। যে সব কাজে ওয়ার্ক ফ্রম হোম হয় না, সেখনে সপ্তাহে অল্টারনেট দিনে কর্মীদের ডাকার পরামর্শ দেন তিনি। তবে এই সংক্রান্ত নিয়মবিধি প্র্স্তুতের ক্ষেত্রে সরকার মাথা গলাবে না, সেটা সাফ করে দেন তিনি। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube