‘সম্রাট’হীন ফুটবল, মুকুট’টা তো পড়েই রয়েছে

নিউজটাইম ওয়েবডেস্ক : এ কোন সকাল? রাতের চেয়েও অন্ধকার। বর্ষশেষের সব রং ধূসর বিষণ্নতায় ঢাকা। ঘুমের দেশে ফুটবল সম্রাট। এডসন অ্যারাসে দ্য নাসিমেন্টো। পেলে। ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে একমাসের লড়াই শেষ। ৮২ বছর বয়সে জীবনের মাঠ থেকে বুটজোড়া খুলে রাখলেন সম্রাট। ফিরে গেলেন সেই লকাররুমে, যেখান থেকে কেউ কখনও ফিরে আসেনি। জীবন্ত ইতিহাসের থেমে যাওয়া। রূপকথার কুটবলে শেষ দাঁড়ি পড়ে গেল। ব্রাজিল স্তব্ধ। সম্রাটহারা বিশ্ব ফুটবল দীর্ঘশ্বাস ফেলছে। না ফেরার দেশে চিরনিদ্রায় পেলে। কিং পেলে। মুকুট পড়ে রইলো। শুধু রাজাই পাড়ি দিলেন আলোর পথযাত্রী হয়ে হয়ে, আলোর দেশে।

জন্মিলে মরিতে হবে। অমর কে কোথা রবে ? ক্যানসার আক্রান্ত পেলে প্রয়াত হয়েছেন। কিন্তু ফুটবলপ্রেমীর সিংহাসনে সম্রাট হয়েই থেকে যাবেন। অবিশ্বাস্য জীবনপঞ্জী। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল, হ্যাটট্রিক। এমনকি বিশ্বকাপ জিতে নেওয়া। একবার নয়। তিনবার ব্রাজিলের হয়ে বিশ্বজয় করেছেন। সোনার পরী চিরতরে সাও পাওলোয় নিয়ে গেছেন পেলেরা। একনজরে সম্রাটের কেরিয়ার। কিং পেলেকে শ্রদ্ধাঞ্জলি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube