সম্প্রীতির বার্তা মুসলিম দর্জির

।। শঙ্কর দাস ।।

নানান দিকে রামনবমীর র‍্যালিকে কেন্দ্র করে হামলা, দাঙ্গা ও রক্তাক্ত পরিস্থিতি । তখন এই বাংলারই প্রান্তিক মফঃস্বল এলাকায় মুসলিম দর্জি (খলিফা) রোজা রেখে নিষ্ঠা সহ হিন্দুদের প্রাচীন উৎসবের পোশাক তৈরীর মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে চলেছেন ।

লাল কালো কাপড় কেটে বিকট-পোশাক তৈরী ও তাতে নিজে হাতে কাপড়ের ওঁম, ত্রিশূল ও খড়্গ(খাঁড়া)র কারুকার্য বসিয়ে দিচ্ছেন । এই কাজ শুধু এবারই নয় বংশ পরম্পরায় তা করে আসছেন খালেকুল দেওয়ান নামের ওই খলিফা ।

মুসলিম সম্প্রদায়ের এই খলিফার হাতেই তৈরী হচ্ছে দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের প্রাচীন “বিকটকালী”র পোশাক । চারিদিকে ধর্মীয় তর্ক-বিতর্ককে উপেক্ষা করে তিনি বার্তা ছড়িয়ে দিচ্ছেন “সবার উপরে মানুষ সত্য”।

দক্ষিণ দিনাজপুরের প্রাচীন পুজো গুলির অন্যতম হিলি সীমান্তের কিসমত এলাকার দাপট-কালীর পুজো । মূলত দারু দ্বারা তৈরী কালীর বিকটরুপী মুখকে পূজা করা হয় । যে কারণে এর আরেক নাম বিকট-কালী । কয়েকশো বছর আগে থেকেই চৈত্র সংক্রান্তির রাতে পুজো ও তৎপরবর্তী মন্দির প্রাঙ্গনে কয়েকদিন ধরে চলে মেলা । যে মেলায় হিন্দু মুসলিম সবাই অংশ নেন ।

বিকট-কালীর নিয়ম হলো চৈত্র সংক্রান্তির ৯দিন পূর্ব থেকে শুরু হয় ভক্তদের নিয়ম নিষ্ঠা পর্ব । এই কটাদিন অত্যন্ত নিষ্ঠার সহিত ভক্তরা দিনের বেলা নির্জলা উপবাস পালন করেন । পুজোর ঠিক আগের দিন ভোরবেলা, লাল-কালো রঙের বিশেষ আকারের তৈরী পোশাক পড়ে এলাকার ধলপাড়া গ্রামের একটি মন্দিরে বিকট-কালীর মুখ নিয়ে গিয়ে পুজো ও মুখানৃত্য শুরু করেন । শেষ হয় সূর্য ওঠার আগে । বিকট-পোশাকে লাল রঙের কাপড়ে তৈরী খড়্গ ত্রিশূল ওঁম চিহ্ন থাকে। এই পোশাকই পুরুষানুক্রমে তৈরী করে আসছে এলাকার খালেকুল দেওয়ান । প্রতি বছর বিকট-কালী পুজোর আগে থেকে চরম ব্যস্ত থাকতে হয় খালেকুল দেওয়ানকে ।

আর দশজন মুসলিম মানুষের মতো তিনিও রমজান মাসের রোজা পালন, নামাজ পড়েন । এবারও নিষ্ঠা সহ রোজা পালনের মধ্যেই দৈনিক বিকট কালীর পোশাক তৈরী করে চলেছেন । হিলির ত্রিমোহিনী বাজারে অবস্থিত দেওয়ান টেলার্স । দোকানে গেলে দেখা যায় দোকানে চাঁদ তাঁরা ও মক্কা মদিনার ছবি ঝুলছে । আর সেই ছবির নিচে খলিফা খালেক একনিষ্ঠ হয়ে বানিয়ে চলছেন হিন্দুদের বিকট কালীর পোশাক । চরম ব্যস্ততা, কারণ চৈত্র সংক্রান্তির আগেই যে এই পোশাকগুলি ভক্তদের হাতে তুলে দিতে হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube