
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার সকালে যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণ ঘটেছে। একদিনের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলো ৬৯,৮৭৮ জন। ফলে ভারতে এপর্যন্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯,৭৫,৭০১ জন। তবে প্রায় ২২.২২ লক্ষ মানুষ এই রোগের সঙ্গে লড়ে সুস্থ হয়ে উঠেছেন।
গত একদিনে ৯৪৫ জনের কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে। ফলে এখনও পর্যন্ত দেশে ৫৫,৭৯৪ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, করোনা মহামারীর কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ ভারত। তবে গত ১৮ দিন ধরে দৈনিক কোভিড সংক্রমণের বিচারে বিশ্বের মধ্যে শীর্ষে চলে গেছে এদেশ। এদিকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস জানান যে তিনি মনে করছেন ২ বছরের ও কম সময়ের মধ্যে পৃথিবী থেকে উধাও হয়ে যাবে করোনা ভাইরাস। হু-এর প্রধান আরও বলেন, “বর্তমানে সমস্ত দেশ সময়ের চেয়ে আগে যাওয়ার দৌড়ে সামিল এবং সেই কারণেই করোনা এভাবে দ্রুত মহামারীর আকার নিয়েছে। তবে একথাও বলা দরকার যে আমরা যেভাবে সময়ের তুলনায় বিজ্ঞানের উন্নতি করেছি তাকে কাজে লাগিয়ে যদি আমরা একটি ঠিকঠাক ভ্যাকসিন আনতে পারি তাহলে সহজেই বশে আনা যাবে করোনা ভাইরাসকে।”Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022