
।। রাজা বন্দ্যোপাধ্যায় ।।
২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে কর্নাটকে রাহুল গান্ধী একটি ভাষণে বলেছিলেন, ‘সব চোরেদের পদবী মোদীই কে হয়?’ দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদী, ললিত মোদীদের নামও ওই ভাষণে রাহুল উল্লেখ করেছিলেন। এই মন্তব্যের পরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বিজেপি বিধায়ক পুর্ণেশ মোদী। তাঁর অভিযোগ ছিল, রাহুল গান্ধীর জন্য গোটা মোদী সমাজ অপমানিত হয়েছে। তিনি একটি মামহানির মামলা দায়ের করেন।
এই মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে গুজরাতে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। আজ অর্থাত্ বৃহস্পতিবার সেই মামলার রায় দিল সুরাতের আদালত। রাহুলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস সাংসদের দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। তবে তত্ক্ষণাত্ অন্তর্বর্তীকালীন জামিনও পেয়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ।
এদিন আদালতের রায় ঘোষণার মুহূর্তে রাহুল গান্ধী বলেন, ‘আমি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি। কোনও ব্যক্তি বিশেষকে আঘাত করার ইচ্ছে ছিল না।’ এদিন মানহানির মামলায় সুরাতের আদালতে দোষী সাব্যস্ত ও ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে এই সাজা ঘোষণার পরেই রাহুল গান্ধীকে ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। আদালত জানায়, এই ৩০ দিনে রাহুল গান্ধী উচ্চতর আদালতে যেতে পারেন। রাহুল এদিন আদালতে উপস্থিতও ছিলেন।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023