সব চেষ্টাই ব্যর্থ হল, মুষড়ে পড়লেন মদন

।। স্বর্ণালী মান্না ।।

শেষরক্ষা আর হল না, মারা গেলেন শুভদীপ পাল । যাকে চিকিৎসা পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন কামারহাটির দাপুটে বিধায়ক মদন মিত্র, মঙ্গলবার সকালেই তাঁর মৃত্যু হল ।

চিকিৎসক সুত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় শুভদীপের অঙ্গপ্রত্যঙ্গ ।সমস্যা দেখা দেয় তাঁর ডান চোখ, ফুসফুস ও ডান পায়ে । সূত্রের খবর, কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়েছে ওই যুবকের, তাতেই মৃত্যু হয় তাঁর । তাঁর চিকিৎসার জন্য ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে তৈরি করা হয়েছিল একটি মেডিক্যাল বোর্ড । তবে তাতেও বাঁচানো গেল না তাঁকে ।

প্রসঙ্গত, গত শুক্রবার, পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন, পেশায় স্বাস্থ্যকর্মী, শুভদীপ পাল । তাঁকে এসএসকেএম হাসপাতাল ভর্তি না নেওয়ায়, মদন মিত্রকে ঘটনাটি জানানো হয় । হাসপাতাল চত্বরে মদন মিত্র পৌঁছলেও ফিরিয়ে দেওয়া হয় রোগীকে ।পরবর্তীকালে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে তাঁকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে ।

এসএসকেএমে আহত শুভদীপকে ভর্তি করাতে গিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন মদন মিত্র ।হাসপাতালে চলতে থাকা দালালরাজ নিয়েও সরব হয়েছিলেন তিনি । এমনকি এসএসকেএম হাসপাতালকে বয়কট করার ডাক পর্যন্তও দিয়ে বসে ছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ।

ঘটনাচক্রে তীব্র তর্জা চলতে থাকে বিধায়ক ও এসএসকেএমের ডিরেক্টর, মণিময় বন্দ্যোপাধ্যায়ের মধ্যে । বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ।তবে শেষরক্ষা আর হল না । শুভদীপের মৃত্যুতে শোকাহত মদন মিত্র সামাজিক মাধ্যমে একটি পোস্টে তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করার কথা জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube