
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
সবুজে মিশে যেতে ময়দানে নামলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আজ সকালেই সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সাদা শাড়ি, রঙিন পাড় সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজে ধর দিয়েছেন মোহময়ী রূপে। মুখে চিরাচরিত সন্দীপ্তাসুলভ হাসি। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘পিকু’ সিনেমার একটি গানের কয়েকটি লাইন। ‘দুর্গা’ সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। অভিনয় দক্ষতা, স্মার্ট, মার্জিত স্বভাব মন কেড়েছে দর্শকের।আবার নেটিজেনদের ‘ক্রাশ’ও হয়ে উঠেছেন সন্দীপ্তা। সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট করা ছবিতে ভালোবাসার বন্যা বইছে। সন্দীপ্তার হাতে এখন বেশ কিছু কাজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘শিকারপুর’। এই সিনেমায় তাঁর অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন সন্দীপ্তা। আসন্ন নববর্ষে ‘দি একেন’ সিনেমাতেও দেখা যেতে পারে অভিনেত্রীকে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023