
নিউজটাইম ওয়েবডেস্ক : দুদিনের সফরে সোমবার ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুপুরের আগেই অহমদাবাদের মাটি ছোঁন মার্কিন প্রেসিডেন্ট । তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, সিএএ-এনআরসি অস্বস্তি সত্ত্বে ও ভালোবাসায় ভরা অভিবাদন জানাতে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের জন্য এলাহি আয়োজন করা হয়েছে আগ্রা ও আহমেদাবাদে।
গুজরাটের সবরমতী আশ্রমে চরকা ঘোরালেন সস্ত্রীক ট্রাম্প।ভারতে পৌঁছনোর আগে হিন্দিতে একাধিক টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছিলেন, মাঝপথে আছেন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই সবার সঙ্গে দেখা হবে। অবতরণের পর এয়ারফোর্স ওয়ান থেকে মার্কিন প্রেসিডেন্ট বেরিয়ে আসার পরই তাঁকে বন্ধুত্বের আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।#WATCH live from Gujarat: US President Donald Trump and First Lady Melania Trump arrive in Ahmedabad. https://t.co/xZJn4qg80b
— ANI (@ANI) February 24, 2020

Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022