
নিউজটাইম ওয়েবডেস্ক : সফল ভাবে সম্পন্ন হল বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের প্রথম ট্রায়াল রান। সোমবার দুপুর ২টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালো বন্দেভারত এক্সপ্রেস । সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় বন্দেভারত এক্সপ্রেস । এরপরই প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালো ট্রেন। রেল সূত্রের খবর এই ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় প্রায় ১৩৫ কিলোমিটার। তবে নিউ জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত লাইন উন্নতিকরণ না হওয়ায় আপাতত ওই রুটে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে বন্দেভারত এক্সপ্রেস। আপাতত শতাব্দী এক্সপ্রেসের পাশাপাশি চালানো হবেই ট্রেনটিকে।
এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দেভারত ট্রেনের ট্রায়ালের জন্য স্টেশনে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ কর্তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী বলেন, নিউ জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত লাইন উন্নতকরনের কাজ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে। এই কাজ সম্পন্ন হলে ট্রেনের গতি আরো বাড়বে। উত্তর-পূর্ব ভারতে এই প্রথম দক্ষিণ বঙ্গের সাথে যোগাযোগের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় খুশি উত্তরবঙ্গের মানুষ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023