
নিউজটাইম ওয়েবডেস্ক : সভা চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগানের জেরে এবার মেয়ের হয়ে ভুল স্বীকার করলেন বাবা। বেঙ্গালুরুতে আসাদউদ্দিন ওয়েইসির উপস্থিতিতে তখন চলছিল সিএএ বিরোধী প্রতিবাদ সভা। মঞ্চ থেকেই এদিন ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে শ্লোগান দিতে শুরু করেন এক তরুণী। এরপরই বেঙ্গালুরুতে শুরু হয়ে যায় তোলপাড়। কোন ভাবে তাঁকে সভামঞ্চ থেকে নামানো হয়। এদিনের ঘটনার পর ‘আমুল্য লিওনা’ নামে ওই তরুণীর বাবা বলেন, ‘ও যা বলেছে তা ভুল করেছে।’
মেয়ের এই আচরন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই তরুণীকে বাবা বলেন, ‘কিছু মুসলিম ওর সঙ্গে রয়েছে। আমার কথা ও শোনেনি।’ যদিও দেশদ্রোহীদের কোনও ভাবেই ক্ষমা করা যাবেনা বলে জানিয়ে দিয়েছেন কর্ণাটকের মন্ত্রী সিটি রবি। প্রাকশ্য জনসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় প্রথমে খানিকটা অস্বস্তিতে পড়ে তরুণীর থেকে মাইক ছিনিয়ে নেন আমিম কর্মীরা। এই পুরো ঘটনাটি সাথে সাথে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলে, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ দিনের জেল হেফাজত ও হয়েছে তাঁর। তাঁকে আদালতেও তোলা হবে বলে জানা গিয়েছে। এই পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি জানান, ‘আমার বা আমার দলের সাথে ওই মহিলার কোন সম্পর্ক নেই।আমাদের কাছে হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে।’Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023