
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে। রোজ বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। তবে তাদের সকলের অবস্থা সঙ্কট জনক নয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন সকলে। তবে তাঁরা কেউই বাড়িতে থাকতে চাইছেন না। তাতে পরিবারের মানুষের সংক্রমণের সম্ভাবনা বাড়ছে। তাই এবার তাঁদের জন্য বাবস্থা করা হল সেফ হাউসের। এই সেফ হাউসে থাকবে হাসপাতালের মত সমস্ত সুযোগ সুবিধা এবং চিকিৎসা।
দক্ষিণ কলকাতার আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালের লাগোয়া জায়গায় এই সেফ হাউস বানানো হয়েছে। বর্তমানে এখানে বেডের সংখ্যা ৪০০। পরে তা বাড়িয়ে ১০০০ করা হবে। পরবর্তিকালে শহরে আরও একটি সেফ হাউস তৈরি হবে বলে জানিয়েছে পুরসভা। সোমবার এই সেফ হাউস পরিদর্শন করেন, কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম, কো-অর্ডিনেটর এবং বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন। এই সেফ হাউসে কি কি সুবিধা রয়েছে এবং এই হাউস রোগী রাখার পক্ষে উপযোগী কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখেন এঁরা। এই বিষয়ে ইন্ডীয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক জানান, এই বহুতলে চিকিৎসা করা যাবে ৪০০ রোগীর। পরে এই সেফ হাউসে বেডের সংখ্যা বাড়িয়ে ১০০০ করা হবে। প্রসঙ্গত, শহরে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই। ইতিমধ্যে করোনায় মৃত ৪৯৯ জন। কলকাতা শহরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022