সংশয়ের অবসান, রাত পোহালেই পৌষ মেলা

নিউজটাইম ওয়েবডেস্ক : রাত পোহালেই পৌষ মেলা।  বহু জল্পনা-কল্পনার পর অবশেষে পৌষ মেলা হচ্ছে বোলপুর ডাকবাংলো মাঠেই। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টি পৌষ মেলা করতে না চাওয়াই বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে মূলত হচ্ছে এই পৌষ মেলা বোলপুরের ডাক বাংলো মাঠে। পরিচালনায় থাকছে এসএসডিএ এবং বোলপুর পৌরসভা।

৪ দিন চলবে এই মেলা। অনিশ্চয়তা কাটিয়ে মেলা হলেও, রয়ে গিয়েছে জটিলতা।এই পোষমেলার  স্টল বিতরণ নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ উঠছে, যে টাকা স্টলের জন্য নির্ধারণ করা হয়েছে বোলপুর পৌরসভার তরফ থেকে, সেই টাকার থেকে বেশি টাকা নিচ্ছেন স্টল বিতরণকারীরা। তাই আগত ব্যবসায়ীদের বেশি টাকা দিতে হচ্ছে , এই মেলায় স্টল নেওয়ার জন্য। সমস্যায় পড়েছেন মেলায় আগত ব্যবসায়ীরা।

তবে সব সমস্যা কাটিয়ে, সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করার দিকেই জোর দিচ্ছে মেলা কর্তৃপক্ষ। পৌষ মেলায় পর্যটকেরা ভিড় জমাবেন, এমন আশা করছেন তাঁরা।মেলায় আগত পর্যটকদের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ সহ বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube