
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার রাজ্যে ব্যপক তান্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। যার জেরে বিধ্বস্ত হয়েছে গোটা বাংলা। বৃহস্পতিবারই এবিষয়ে আশঙ্কা প্রকাশ করে একটি ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। একইসাথে এই ক্ষতিকে ‘ন্যূনতম’ বলে উল্লেখ করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। তারপরেই শুক্রবার ফের একটি ট্যুইট করেন তিনি। সেখানে বাংলার ক্ষয়ক্ষয়তির দিকটি বিবেচনা করে ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেবেন বলে জানিয়েছেন। একইসাথে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে আকাশপথে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন বলেও জানান রাজ্যপাল।
সমুদ্র উপকূলবর্তী এলাকায় এদিন আমফানের গতিবেগ ছিল ঘন্টায় ১৯০-২০০ কিলোমিটার। এমনকি শহর কলকাতায় ১৩৩ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আঁছড়ে পড়ে। ব্যপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটেছে প্রাণহানীর ঘটনাও। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও বহু এলাকায় এখনও পর্যন্ত ব্যাহত বিদ্যুৎ, জল এবং ইন্টারনেট পরিষেবা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া-সহ একাধিক জেলা বিধ্বস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে। বাংলায় যে আমফানের ফলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে তা বৃহস্পতিবার ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একইসাথে এদিন ট্যুইট করে রাজ্যের ব্যপক ক্ষতির কথা স্বিকর করেন রাজ্যপাল। তবে তার ট্যুইটে থাকা ‘ন্যূনতম’ শব্দ, ফের বিতর্কের মুখে ফেলে দেয় রাজ্যপালকে। একরক শুক্রবার একটি ট্যুইট করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দেওয়া কথা জানান ধনকর।
Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023