
নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের জেরে হুগলি নদীতে ডুবে গেল বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার দুপুর নাগাদ মাঝনদীতে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশের জাহাজ ‘এম ভি মমতাময়ী মা’। বাংলাদেশী এর জাহাজটিতে ফ্লাই অ্যাশ ভর্তি ছিল। মাঝ নদীতে ঢুবে যাওয়ার পর অগ্নিসংযোগের ফলে আগুন ও ধোঁয়া বেরতে দেখা যায়। এই ঘটনার জেরে আহত হয়েছেন একজন। আহত এই ব্যক্তিকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে আরও একটি বাংলাদেশি জাহাজ গিয়ে বাকিদের লাইফ জ্যাকেট দিয়ে উদ্ধার করে।
জানা গিয়েছে, আজ সকালে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে পাড়ি দেয় বাংলাদেশের জাহাজ এম ভি সানি-১ CESC। অন্যদিকে কলকাত বন্দরের দিকে ঢুকছিল বাংলাদেশের এমভি মমতাময়ী মা জাহাজটি। মাঝনদীতে এই দুটি জাহাজের মধ্যে হঠাৎ করেই সংঘর্ষ হয়। এই ফলে বাংলাদেশি জাহাজটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাথে সাথেই জাহাজ দুটিকে বাঁচানোর জন্য সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল। কিন্তু ধীরে ধীরে ডুবে যায় এমভি মমতাময়ী মা। তবে পোর্ট ট্রাস্টের জাহাজটিকে ডায়মন্ড হারবারের দিকে নিয়ে আসে ওই উদ্ধারকারী দল। এদিন একইসাথে ফ্লাইঅ্যাশ নিয়ে যাচ্ছিল এমভি সানি-১ জাহাজটি। সংঘর্ষের পর সেটি এমভি মা মমতাময়ী জাহাজটির কাছে চলে আসে। এবং ১৩ জন ক্রু-কে লাইফ জ্যাকেট দিয়ে সেখান থেকে উদ্ধার করে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় বন্দর থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023