
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের প্রথম করোনার গ্রাসে মৃতের সৎকারে বাধা দিয়ে নিমতলা ঘাট শ্মশানের গেট বন্ধ করলেন স্থানীয় অধিবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তুমুল চাঞ্চল্য। পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি।
সোমবার দুপুর ৩.৩০ মিনিটে মৃত্যু হয় কোভিড-১৯ আক্রান্ত দমদম নিবাসী প্রাক্তন রেলকর্মীর। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর ।রাতে সরকারি ব্যবস্থায় তাঁর দেহ সৎকার করতে নিমতলা ঘাট শ্মশানের সামনে পৌঁছায় কিন্তু প্রবেশ দ্বারেই শবযাত্রীদের বাধা দেন নিমতলার বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, মৃতদেহ থেকে জীবাণু সংক্রমণের প্রবল আশঙ্কা রয়েছে তাই শ্মশানে সৎকার করলে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাবে । সেই কারণে তারা সেখানে সৎকার করতে দেবেন না। খবর পেয়ে নিমতলায় পৌঁছয় কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের বাহিনী। কিন্তু অনেক চেষ্টা করলে ও মানতে চাননি স্থানীয়রা। তাঁদের সঙ্গে মতবিরোধ বাঁধে পুলিশের । এরপর কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া ও হয় বলেও অভিযোগ। ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সংবাদমাধ্যমের গাড়ি। বন্ধ করে দেওয়া হয় শ্মশানের মূল ফটক। প্রসঙ্গত, সোমবার করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে মৃতদেহকে শেষবারের মতো দেখতেও দেওয়া হয়নি পরিবারের সদস্যদের। খবর জানার পরেই তাঁকে দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এমনকি সৎকারের ক্ষেত্রেও রয়েছে একাধিক বিধিনিষেধ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022