
নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই পোলবা দুর্ঘটনার তদন্তে নেমেছে তদন্তকারীরিরা। যার ফলে ফের প্রশ্নের মুখে পড়ল পুলকার। শুক্রবার শ্রীরামপুর থেকে চুঁচুড়া খাদিনামোড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছিল একটি পুলকার। ড্রাইভার ছাড়াও গাড়িটির ভিতরে ছিল ১৫ জন পড়ুয়া। রাস্তায় একটি লরিতে ধাক্কা মারে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। গুরুতর জখম হন চালক সহ ৫ জন পড়ুয়া। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঋষভ সিং ও দিব্যাংশ ভগত নামে দুজন বাচ্চাকে গ্রিন করিডোরের মাধ্যমে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সেখানে ৭ জন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দফায় দফায় হাসপাতালে ঘুরে গিয়েছেন ফিরহাদ হাকিম, কল্যান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুলকার নিয়ে পোলবার সমস্ত স্কুলগুলিকে সতর্ক করেছেন। একিসাথে এদিন তিনি জানান, এই পুরো বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। খবর পেয়েই শনিবার চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পৌঁছান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথায়, পুলকার নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। একইসাথে এদিন হাসপাতালের সুপার স্পেশালিটি সংজ্ঞ়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। তিনি অভিযোগ করেন, তাঁর সাংসদ তহবিল থেকে হাসপাতালে উন্নতিতে আর্থিক সাহায্যের কথা বলা হলেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি । পোলবায় পুলকার দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দেশের অপর এক প্রান্তে। এদিন দুপুরে পঞ্জাবের সাংরুরে আগুন লেগে গেল একটি পুলকারে। সেখানেই আগুনে পুড়ে মৃত্যু হয় ৪ পড়ুয়ার। কোনওক্রমে বাকি আটজন পড়ুয়ার প্রাণ বেঁচিয়ে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। আগুন লেগে যাওয়া এই পুলকারটিকে প্রথমে দেখতে পান মাঠে কর্মরত শ্রমিকরা। তারাই আহত পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মৃত চার পড়ুয়ার বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসি ও সাংরুরের এসএসপি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও আগুন লাগার কারন এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023