
নিউজটাইম ওয়েবডেস্ক : মানবিকতার খাতিরে বারে বারেই উঠে এসেছে তাঁর নাম। খেলার জীবন থেকে এনেকদিন আগেই অবসর নিয়েছেন তিনি। চাকরি থেকেও অবসর নেওয়া হয়ে গেছে ৩ বছর। কিন্তু এখনও পর্যন্ত তাঁর মানবিকতার কোন খামতি হয়নি। ভাবছেন তো কার কথা বলা হচ্ছে তিনি হলেই ইস্টবেঙ্গলের প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য। করোনার জেরে দেশ জুড়ে লকডাউন পরিস্থিতির মধ্য়ে এবার খেটে খাওয়া মানুষগুলোর কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের একমাসের পেনশন তুলে দিলেন মনোরঞ্জন বাবু। একইসাথে এদিন সামর্থ অনুযায়ী সকলকেই তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
ক্রিড়া জগতে থাকাকালীনও তিনি কখনই নিজের কথা চিন্তা করেননি। সহ-ফুটবলারদের পেমেন্ট দেওয়ার পর নিজের পেমেন্টের বিষয়ে আলোচনা করার জন্য ক্লাবের সঙ্গে তিনি আলোচনা করতেন। এছাড়া সহ-ফুটবলারদের যে কেন সমস্যা ও অসুবিধায় সবসময় পাশে দাঁড়াতেন তিনি। বর্তমানে দেশ যে সংকটের মধ্যে রয়েছে তা দেখে যে তিনি চুপ করে বসে থাকার পাত্র নয়, তা ফের তিনি বুঝিয়ে দিলেন রাজ্যবাসীকে। এদিন মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘ক্রীড়াবিদদের সমাজে সবাই অন্য চোখে দেখে। তাই দেশের এই বিপদে তাঁদেরই সবার আগে এগিয়ে আসতে হয়। আমরা যখন খেলতাম, এই সমর্থকরাই তো গ্যালারিতে বসে আমাদের উৎসাহিত করত। আজ তাঁরাই যখন বিপদে পড়েছেন, তখন আমাদেরও উচিত এদের পাশে দাঁড়ানো।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023