সংকটজনক অবস্থায় এস এস কে মে পড়ুয়ারা

নিউজটাইম ওয়েবডেস্ক : এস এস কে এমের ট্রমা কেয়ারে আছে দিব্যাংশ,চিকিৎসায় সাড়া মিলছে। তবে সংকটমুক্ত নয়। ফুসফুস থেকে কাদা জল বার করা গেলেও শরীরের ভিতরে ঢুকে থাকা কাদা জল থেকে সংক্রমণের সম্ভাবনা থেকে ‌যাচ্ছে।ঋষভ বর্তমানে কার্ডিওলজি বিভাগে আছে। অবস্থা গভীর সংকটজনক। ট্র্যাকিওস্টমি টিউব বসানো হয়েছে। ঋষভ সিংহের শ্বাসনালিতে একটি ছিদ্র করে নল প্রবেশ করানো হয়। এই নলের সাহা‌য্যে অক্সিজেন দেওয়া হচ্ছে ফুসফুসকে।

প্রসশঙ্গত, শুক্রবার শ্রীরামপুরের দিক থেকে চুঁচুড়া  খাদিনামোড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এদিন পনেরোজন বাচ্চা সমেত নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। চালক-সহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার পর চুঁচুড়া ইমামবাড়া জেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে দুইজনকে। এরপর এস এস কে এমে তাদের স্থানান্তরিত করা হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube