
।।স্বর্ণালী মান্না ।।
শ্রীলঙ্কার বংশোদ্ভূত, ইউকে বাসি এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী । একটি রহস্যজনক নৌকায় ৩৯ বছর বয়সী জগন ফার্নান্ডো মনকরণ নিজের দেশে ফিরছিলেন । ওই সময় তামিলনাডুর রামেশ্বরমে তাঁকে আটক করা হয় ।
মনকরণকে শ্রীলঙ্কার আধিকারিকদের হাতে তুলে দিলেও নৌকাটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় উপকূল রক্ষী । মনকরণের সাথে আরও ৪ জন কে গ্রেফতার করা হয়েছে । আরোগ্য জগদীশ (৩৬), আনন্দপালন (৪০) নামক ২ ব্যাক্তিকে রামেশ্বরমের মারুতুবান্দ্যার নগর থেকে আটক করা হয় । অরথনাস (৩৮), ও শচীনকে (২৪) নটরাজাপুরামের কাছে সুনামি নগর কলোনির কাছ থেকে আটক করা হয় ।
সূত্রের দাবি অনুযায়ী মনকরণ শরণার্থী হিসেবে নিজের দেশ ত্যাগ করে লন্ডনে চলে যান । নিজের দেশে কোনোদিনও না ফেরার শর্তে স্থায়ী ভিসা পেয়ে লন্ডনে বসবাস করতেন । যেহেতু মনকরণ নিজের দেশে ফিরতে পারতেন না তাই তিনি অবৈধ ভাবে ভারতে ঢুকে, নৌকায় শ্রীলঙ্কায় ফেরার কথা ভাবেন ।
শুক্রবারে রামেশ্বরম থেকে তাঁর এজেন্টরা তাঁকে অ্যাডামস ব্রিজের কাছে ছেড়ে দেয় । শ্রীলঙ্কা থেকে নৌকা না আসায় তিনি ওখানে অপেক্ষা করেন ।সেখান থেকেই ভারতীয় উপকূল রক্ষী তাঁকে আটক করে ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023