বেঁচে যাওয়া খাবার
বিতরণ বর্তমানে প্রচলিত প্রথা হয়ে গিয়েছে। সেই খাবার খেয়ে বিপর্যয় নামল।শ্রাদ্ধ বাড়ির
বেঁচে যাওয়া খাবার খেয়ে আবাসিক আশ্রমের ৩৪ জন শিশু অসুস্থ হয়ে পড়ল।এই ঘটনা দঃ দিনাজপুরের
বুনিয়াদপুর পুরসভা এলাকার বড়াই উপজাতি কল্যাণ সমিতি নামক এক আশ্রমের
গঙ্গারামপুর এলাকার
এক পরিবারের তরফে শ্রদ্ধানুষ্ঠানের খাবার আশ্রমের আবাসিক গতকাল শিশুদের খেতে দেওয়া
হয়। মেনুতে ছিল সর্ষেবাটা মাছ ও ভাত ডাল সহ আরও অনেক কিছু। খাবার খেয়ে পেট ব্যথা,
মলত্যাগ ও বমি শুরু হলে রাতেই তাঁদের রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ্য শিশুদের
প্রত্যেকের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে। প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশকে ছেড়ে দিলেও
কয়েকজন ভর্তি আছে হাসপাতালে।