
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস লকডাউনের কারণে আটকে পড়ে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য বৃহস্পতিবার একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানায়, যখনই রাজ্য সরকার যেরকম রাজ্য সরকার ট্রেনের অনুরোধ জানাবে, সেইভাবে রেলকে দিতে হবে। আদালত আরও জানায়, যতক্ষণ পরিযায়ী শ্রমিকরা ট্রেনে থাকবেন, ততক্ষণ তাঁদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে রেলকে। এদিন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানায়, আদালত জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ দেখভাল করবে রাজ্য, এবং সুনিশ্চিত করবে যাতে বাস অথবা ট্রেনে উঠতে পারেন। রাজ্য সরকারকেও আটকে পড়া শ্রমিকদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
বিচারপতিরা বলেন, পথে হাঁটতে থাকা পরিযায়ী শ্রমিকদের দেখতে পেলেই আগে তাঁদের আশ্রয়ে নিয়ে যেতে হবে এবং তারপর খাবার ও অন্যান্য সুবিধা দিতে হবে। সমস্ত জায়গায় পুরো তথ্য প্রকাশ করতে হবে। আদালত আরও জানায়, পরিযায়ী শ্রমিকদের থেকে বাস বা ট্রেনে কোনও ভাড়া নেওয়া চলবে না। ভাড়ার অংশ বহন করবে রাজ্যও। কেন্দ্র ও কয়েকটি বিরোধী দলের এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক থাকা মহারাষ্ট্রের সঙ্গে, বেশ কয়েকদিন ধরেই রেলমন্ত্রকের টানাপোড়েন তৈরি হয়েছে।কেন্দ্রের বিরুদ্ধে প্রয়োজনীয় সংখ্যায় ট্রেনের ব্যবস্থা না করার অভিযোগ তুলেছে রেল, অন্যদিকে, কেন্দ্রের অভিযোগ, ট্রেন রয়েছে, তবে যাত্রী দিতে পারেনি রাজ্য।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022