শ্যুটিং ফ্লোর আফ্রিকায়

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি বছর পূজোতে আবারও পর্দায় ফিরতে চলেছেন কাকাবাবু ও সন্তু। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আফ্রিকায় ঠিক কি ভাবে চলছে কাকাবাবুর প্রত্যাবর্তনের শ্যুটিং। তারই ঝলক রইল আপনাদের জন্য।

দেশের বাইরে জোর কদমে শ্যুটিং । তাই উপায় নেই শ্যুটিং সেটে হানা দেওয়ার । তবে ২০২০তে সোশ্যাল মিডিয়ার সুবাদে একদেশে বসে ভিন্ন দেশের শ্যুটিং স্পটে নিজের ফ্যানেদের অনায়াসেই পৌঁছে দিলেন বুম্বা দা। পুজো আসতে বাকি বেশ কিছু মাস । তবে জোর কদমে চলছে কাকাবাবুর তৃতীয় পর্বের শ্যুটিং । লাইট, ক্যামেরা অ্যাকশনের মাঝে সময় বের করে শ্যুটিং সেটের কিছু ঝলক শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ভয়াবহ সাপের সঙ্গে নিজের  ছবি দিয়েছেন পরিচালক স্বয়ং । পাশাপাশি কাজের মাঝে পূজো ও ‌যে চলছে তার ও আভাস দিচ্ছে সৃজিতের পোস্ট। অপেক্ষা ছবির প্রথম ঝলকের

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube