
নিউজটাইম ওয়েবডেস্ক : বর্তমান সমাজে আধুনিকতর ছোঁয়া লেগেছে সেকথা ঠিক। কিন্তু মেয়েরা যেন সেই সমাজ থেকে এখনও অনেকখানি দূরে। তাই দোকানে গিয়ে পাঁচটা লোকের সামনে প্যাড কেনা ও পিরিয়ডস এখনও মেয়েদের কাছে লুকো ছাপার বিষয়। যার ফলে অনেক ক্ষেত্রেই রাস্তাঘাটে সমস্যায় পড়তে হয় মেয়েদের।
কর্মরত মহিলাদের প্রতিদিন ট্রেনে বা বাসে যাতায়াত করতে হয়। ফলে তাঁদেরকে এই ঋতুস্রাব সংক্রান্ত সমস্যায় বেশি পড়তে হয়। তাই আচমকাই রাস্তাঘাটে যদি পিরিয়ডস হয়, তাতে যাতে মহিলাদের সমস্যায় পড়তে না হয় তাই শহরে এক বিপ্লব ঘটাতে চলেছেন ঋতাভরী। আর তাঁর সাথ দিয়েছেন কলকাতার প্যাডম্যান শোভন মুখোপাধ্যায় ও রাহুল দাশগুপ্ত। যাতে এবার থেকে রাস্তায় আচমকা পিরিয়ডস হলে মহিলাদের সমস্যায় পড়তে না হয় তার জন্য কলকাতার সব পাবলিক টয়লেটে ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর তোড়জোড় শুরু হয়েছে। কলকাতার সমস্ত পাবলিক টয়লেটে আগামী জুন মাসের মধ্যে এই ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর কাজ সম্পন্ন হবে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন অভিনেত্রী ঋতাভরী। প্রসঙ্গত, আগেই গড়িয়া, কালীঘাট, যাদবপুর, গোলপার্কের মতো জায়গায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছেন কলকাতার প্যাডম্যান শোভন মুখোপাধ্যায়। ২ টাকার বিনিময়ে এই মেশিন থেকে খুব সহজেই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। তবে এই মেশিন একবার ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু এই ধরনের বাধা অতিক্রম করে আজও নিজের লক্ষ্যে স্থির রয়েছেন শোভনবাবু। স্টিরিওটাইপ সমাজিক ব্যবস্থা ভাঙতে আর মাত্র কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ঋতাভরীর নতুন ছবি ‘ব্রহ্মা জানে গোপন কম্মোটি’৷ যেখানে একজন ব্রাহ্মণের ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঋতাভরীর এই ছবির একটি পোস্টার, যেখানে দশভূজা রূপে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবং তাঁর দশ হাতের মধ্যে একটি হাতে রয়েছে স্যানিটারি ন্যাপকিন। ঋতুস্রাব হলে মহিলারা নাকি অশুচি, এই ধারনার বদল ঘটাতে চেয়েই এই বিশেষ বার্তা দিতে চলেছেন ঋতাভরী।
Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023