নিউজটাইম ওয়েবডেস্ক :
‘মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে’ । শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেমের খবর সবাই জানে। তাঁদের প্রেমের চর্চা সবখানে। সেই প্রেমের গল্প হার মানাতে পারে বলিউড-টলিউডের সিনেমা, প্রেমের উপন্যাসকেও। জীবন ভাগ করে নিয়েছেন কবেই, এখন শুধু প্রেমে-সহযাপনেই ব্যস্ত তাঁরা। সেই ভালোবাসায় আজ মিশে গেল ফাগের রং।
আজ নিজের বাড়িতেই আবির রঙে মাতলেন শোভন-বৈশাখী। সঙ্গে ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। ছিলেন পরিজনেরাও। তবে সব পেরিয়ে নজর যায় প্রেমিক যুগলের দিকে। শোভন পরেছেন সাদা-লাল কম্বিনেশনের পাঞ্জাবি। বৈশাখী পরেছিলেন ঘিয়ে-লাল পারের শাড়ি। সঙ্গে অবশ্যই বৈশাখীচিত সোনার গয়না।
কখনও একে অপরকে রং মাখিয়ে দিচ্ছেন, কখনও বৈশাখী নাক ঘষে দিচ্ছেন শোভনের রং মাখা গালে। কখনও বা একই গ্লাস থেকে ভাগ করে নিচ্ছেন পানীয়। কখনও আলিঙ্গন করছেন একে অপরকে, কখনও বা শোভন তাঁর সঙ্গিনীর দিকে উড়িয়ে দিচ্ছেন রং। নিজের ফেসবুকেই সেই সব রঙিন মুহূর্ত শেয়ার করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।