
শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলায় শুনানির দিন রত্না চট্টোপাধ্যায় বেশ কিছু লোকজন নিয়ে কোর্টে যান । আর সেইখানেই হয় গণ্ডগোল । রত্না চট্টোপাধ্যায়ের সাথে আসা লোকজন কটূক্তি করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে । এরপরেই পরবর্তী শুনানিতে আসার জন্য পুলিশি সুরক্ষা নিয়ে কোর্টে আসেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় । অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না শুনানিতে । আর সেই কারণেই ওঁরা দু’জন বলেন ‘রত্না ভয় পেয়েছে, তাই আজ শুনানিতে আসেনি।’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেন ।
রত্না চট্টোপাধ্যায় বললেন :
শোভন চট্টোপাধ্যায় বৈশাখী ব্যানার্জি ভয় পেয়েছে আমি তাতে খুশি।ভয় কাকে বলে সেটা ওনারা বুঝুক। ওঁরা যা করে বেরিয়েছে বহু মানুষ ভয় পেয়েছে। আজ ওঁরা ভয় পাচ্ছে। আমার কোন মানসিকতাই নেই ওনাকে কোন নোংরা কথা বলার। উনি পুলিশ প্রোটেকশন নিয়ে রাজ্য সরকারের টাকা নষ্ট করছে। আমি কোন অন্যায় করিনি তাই ভয় পাই না ওনারা কি কোন অন্যায় করেছেন তাহলে ভয় পাচ্ছেন কেন। মিথ্যে কথা বলে সরকারের কাছ থেকে সিকিউরিটি নিয়েছে। এই ডিভোর্স কেস চলবে। রত্না চট্টোপাধ্যায় বলেছেন চ্যাটার্জি থেকে দাস হবে কিছুদিনের মধ্যেই তাতে তাঁর কোন লজ্জা নেই বাবার পদবী নিতে রত্না খুশিই হবেন ।
ওনার কাছে সম্পর্কটা ডেড বিবাহ হতে পারে কিন্তু আমি এখনো স্বামী বলে মানি আমি ডিভোর্সি নই এখনো এই ডিভোর্স কেস এখনো ওনাকে টানতে হবে। আমি চ্যাটার্জী পদবী ব্যবহার করতে গর্ববোধ করি কারণ আমি এখনো তাকে স্বামী হিসেবে মানি। আমার শুভবুদ্ধি চিরকালই ছিল এখনো আছে আমার শুভবুদ্ধি রয়েছে বলেই ওরা এখনো লিভইন করে। আমি এখনো সমাজের কাছে ভদ্র মহিলার মত শুভ বুদ্ধি আমার আছে ওদের নেই আমার বাড়িতে এখনো কোনো পুরুষ মানুষ ঢোকেনা। আর ওতো একজন অন্য মহিলার স্বামীকে কেড়ে নিয়ে লিভিং করে । শোভন চট্টোপাধ্যায় মেয়র মন্ত্রী থাকার পরেও এখনো এত ভীতু সেটা আমি আগে বুঝতে পারিনি তাই আমি আজকে যাইনি।
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023