
গতবছর অর্থাৎ ২০২২ কেড়ে নিয়েছিল তাঁর একান্ত কাছের মানুষকে । ঐন্দ্রিলার মৃত্যুর পরে শোনা গিয়েছিল একেবারেই চুপ হয়ে গিয়েছিলেন প্রেমিক সব্যসাচী । নিজেকে সরিয়ে রেখেছেন সামাজিক মাধ্যম থেকে । ২০শে নভেম্বর ২০২২-এ ছোট পর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা সব লড়াই শেষ করে চলে গেছেন পরলোকে । আর তার পর থেকে বিশেষ খোঁজ মেলেনি প্রেমিক সব্যসাচীর ।
তবে সম্প্রতি একটি সিরিয়ালের ট্রেলার লঞ্চে দেখা গেল মুখ্য ভুমিকায় শিল্পী সব্যসাচীর মুখ । ছোটপর্দায় শেষ বামাক্ষ্যাপার ভূমিকায় অভিনয় করে যথেষ্ট খ্যাতি এবং প্রশংসা পেয়েছেন সব্যসাচী চৌধুরী । তবে কাছের মানুষের চলে যাওয়া মেনে নিতে না পেরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই ‘প্রেমিক’ । কিন্তু কথায় আছে না, শিল্পীর মৃত্যু হয় না । তাই হয়তো শিল্প স্বত্বা ফের বামাক্ষ্যাপাকে ‘রামপ্রসাদ’ রূপেই ফেরাচ্ছে মানুষের কাছে ।
‘স্টার জলসায়’ আসতে চলেছে ‘রামপ্রসাদ’ । আর ‘রামপ্রসাদ’-এর মুখ্য ভূমিকায় ফের ছোটপর্দায় কামব্যাক করছেন সব্যসাচী চৌধুরী । মুখ্য চরিত্রে দেখা যাবে পায়েল দে কেও ।
আর এই ট্রেলার সামনে আসতেই সব্যসাচীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা । শিল্পী সব্যসাচীর এই দুর্দান্ত কামব্যাকে খুশি সকল ফ্যান । এখন প্রায় সবাই মুখিয়ে আছেন ‘রামপ্রসাদ’কে দেখার অপেক্ষায় ।
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023
- মহানগরের রাজপথে শাসক-বিরোধী, বঙ্গে হাইভোল্টেজ বুধবার! - March 29, 2023