শেয়ার বাজারে “ব্ল্যাক ফ্রাইডে”

নিউজটাইম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক মহামারি ঘোষণা করা হল করোনা ভাইরাসকে, এরই ধাক্কা খেল বিশ্ব শেয়ার বাজার। মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার, তার জেরেই আজ মুম্বাই এর স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখতে হল ৪৫ মিনিটের জন্য। তবে শুধু ভারত না ক্ষতিগ্রস্ত গোটা বিশ্ব, আমেরিকাতেও শেয়ার বাজার বন্ধ রাখতে হল প্রায় ১৫ মিনিট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসই এবং ন্যাশনাল ফিফটি বা নিফটি শুক্রবার সকালে লোয়ার সার্কিটে পৌঁছে ‌যায়, এরপরই ক্ষতির রুখতে বন্ধ করা হয় শেয়ার কেনা বেচা।

৫৬ মাস আগের সূচকে পৌঁছে গেল বাজার। সকালে ৩০০০ পয়েন্টের থেকেও বেশি নিচে নেমে ‌যাওয়ায় বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়, এতে রোখা ‌যায় পতন, এমনকি গতকালের থেকে শেয়ারের দর উঠওছিল খানিকটা। শুক্রবার সকালে শেয়ার বাজার খোলে ১৫০০ পয়েন্ট নিচ থেকে, তবে তা ৩০০০ পয়েন্ট ছাড়িয়ে ‌যায় কিছুক্ষনের মধ্যেই। বর্তমানে ২৯৬৮৭ পয়েন্টে রয়েছে সেনসেক্স। এদিন নিফটি খোলে ৫০০ পয়েন্ট নিচে, ৯৬৬ পয়েন্ট নেমে বর্তমানে ‌যা দাঁড়িয়েছে ৮৬২৪ পয়েন্টে। তবে ৪৫ মিনিট বন্ধ রাখার ফলে বাজার আবার উর্দ্ধমুখী।

করোনাকে আন্তর্জাতিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের সমস্ত ভিসা বাতিল করেছে আমেরিকা। আগে থেকেই প্রায় একঘরে চিন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার গত ৫২ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল বাজার সূচক। মার্কিন ডলারের তুলনায় টাকার মুল্য কমেছে ১৬ পয়সা। রিলায়েন্স, টাটা মোটরস, টিসিএস, ইনফোসিস, ওএনজিসি সহ প্রায় সমস্ত ব্লু চিপ  শেয়ারের দাম পড়েছে। গত দু মাসে শুধু মুকেশ আম্বানির সংস্থার ক্ষতির পরিমাণ ১ লক্ষ ১১ হাজার কোটি টাকা। পরিস্থিতির ‌যে ভয়াবহ তা স্বীকার করছে ওয়াকিবহাল মহল।

গত এক বছরে, মুম্বাই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত সংস্থা গুলির মধ্যে ১১৮০ টির শেয়ার দর সর্বনিম্ন মাত্রা ছুঁয়েছে। একদিনে নিফটির পতন ৮.৩০ শতাংশ, ‌যা গত এক ‌যুগে সর্ব্বোচ্চ। একদিনে বিনি‌য়োগিকৃত অর্থের মধ্যে ১১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার বাজার খোলার ১৫ মিনিটের মধ্যে মোট ক্ষতি হয় ১৪ লক্ষ কোটি টাকার।

এর আগে ২০০৪, ২০০৮, ও ২০০৯ সালেও ক্ষতি রুখতে বন্ধ রাখা হয়েছিল শেয়ার বাজার। শুধু ভারতেই নয়, শেয়ীর বাজারে পতন হয়েছে চিন, জাপান, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন এবং কোরিয়ার মত দেশেও। করোনার পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম কমে ‌যাওয়ার ঘটনা আগুনে ঘী দিয়েছে। এই জোড়া ফলায় বেসামাল অবস্থা বিশ্ব অর্থনীতির।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube