
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস ধীরে ধীরে যেন আরও বেশি করে আতঙ্ক তৈরি করছে মানুষের মধ্যে। একে তো ভয়ঙ্কর এই রোগে পরিবারের একজন আক্রান্ত হলেই গোটা পরিবারের মধ্যেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। তার উপর আবার যদি সেই করোনা রোগী মারা যান, তবে তাঁর শেষকৃত্য করতে এখন নাকের জলে-চোখের জলে হতে হচ্ছে পরিবারকে। কিন্তু যাঁর মধ্যে করোনার লক্ষণ রয়েছে, অথচ এখনও পরীক্ষার ফল আসেনি, তিনি যদি হঠাৎ মারা যান, তবে কী কী ভোগান্তি হতে পারে সেই দুর্ভোগের সাক্ষী থাকলো কলকাতার এক পরিবার। সেই পরিবারের ৭১ বছরের এক বৃদ্ধের হঠাৎই মৃত্যু হয়, কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসক করোনা পরীক্ষা করতে বলায় পরিবারের তরফ থেকে তা করানোও হয়, কিন্তু সেই পরীক্ষার ফল আসার আগে সোমবার বাড়িতেই মৃত্যু হয় বৃদ্ধের। তারপর সেই দেহের শেষকৃত্য করা নিয়ে ভোগান্তির শেষ নেই পরিবারের। কোনওভাবেই শেষকৃত্য না করতে পেরে শেষপর্যন্ত দেহের পচন রুখতে আইসক্রিম রাখার ফ্রিজার ভাড়া করে তার মধ্যেই ঢুকিয়ে রাখেন মৃত আপনজনের দেহটি। বৃদ্ধের মৃত্যুর প্রায় দু’দিন পরে পুর কর্তৃপক্ষের সহায়তায় শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হয় ওই বৃদ্ধের।
আসলে বৃদ্ধের মৃত্যুর পর চিকিৎসক জানান, করোনা পরীক্ষার ফল না আসলে কোনওভাবেই ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না তিনি, ফলে শেষকৃত্য করতে সমস্যায় পড়ে পরিবার। চিকিৎসককে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্যে হাতে-পায়ে ধরলে তিনি জানান, এই বিষয়ে পুলিশকে জানাতে, কারণ তিনি সন্দেহ করছেন করোনাতেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022