
পশ্চিমবঙ্গ সরকার রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে কামারহাটি পৌরসভার সহযোগিতায় ১৬ টি পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীদেরকে নিয়ে ‘স্বয়ংসিদ্ধা’ মেলার আয়োজন করা হয় । ‘স্বয়ংসিদ্ধা’ এই নামটি দিয়েছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী । কামারহাটি পৌরসভার অন্তর্গত ফিডার রোডের উপর দেওয়ান পাড়া মাঠে এই স্বয়ংসিদ্ধা মেলা অনুষ্ঠিত হয় । ৩৫ টি স্টল করা হয় ১৬ টি পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কর্মীরা বিভিন্ন জিনিস তৈরি করে নিয়ে আসেন এই মেলায় । এই মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য এবং অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র, বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য বিধানসভার উপমূখ্য সচেতক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস সহ বিভিন্ন পৌরসভার আধিকারিক এবং পৌর প্রতিনিধিরা ।
- মুহূর্ত তৈরি করলেন দুই ‘কিংবদন্তি’ - April 1, 2023
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023