
নিউজটাইম ওয়েবডেস্ক : শুরু হল স্বদেশি করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের ট্রায়াল। জানা যাচ্ছে প্রথম দফায় নয়া দিল্লির এইমসের ৫ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ভারত বায়োটেকের সহযোগিতায় তৈরি এই ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে ৩০ বছর বয়েসি এক ব্যাক্তির শরীরে প্রথম প্রয়োগ করা হয়। এই ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য প্রায় ৩,৫০০ জন তাঁদের নাম নথিভুক্ত করেছেন।
প্রথম দফায় ১০০ জন স্বাস্থ্যবান ব্যক্তির ওপরই পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। ট্রায়াল শুরু করার আগে সমস্ত রকম প্রস্তুতি তুঙ্গে। দিল্লি এইমসের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক সঞ্জয় রায় জানান, প্রথমে ১০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। তিনিই এই ট্রায়ালের নেতৃত্ব দেবেন। প্রথম ১০ জনের ওপর আরোপিত ভ্যাকসিনের ফলাফল পর্যবেক্ষণ করা হবে। এই ভ্যাকসিন মানুষের জন্য সুরক্ষিত কিনা তা খতিয়ে দেখবে এথিক্স কমিটি। যে ৩,৫০০ জন ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন, তাদের সকলকে ট্রায়ালের জন্য বিভিন্ন পরীক্ষ করা হয়েছে। তাঁরা শারীরিক ভাবে এই পরীক্ষার জন্য ফিট কিনা তা পরীক্ষা করতে ডায়াবিটিস, হাইপার টেনশন, হার্টের সমস্যা, কিডনি এবং লিভারের সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা হয়েছে। এই সমস্ত পরীক্ষায় যাঁরা ফিট হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের ওপরেই এই ট্রায়াল হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022