
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার ১২ই মার্চ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক। পরীক্ষা চলবে ২৭ মার্চ অবধি। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে স্পর্শকাতর কেন্দ্রে বসানো সিসি ক্যামেরা রাখা থাকবে নজর এড়ানো জায়গায়। বন্ধ রাখা হবে কিছু এলাকার ইন্টারনেট পরিষেবা। প্রধান শিক্ষকের গোচরে থাকবে সি সি টিভি ক্যামেরা ।এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় নজরদারি চলছে। কোনওরকম প্রযুক্তির ব্যবহার হচ্ছে কিনা তার দিকেও নজরদারি চলবে।
গত বছরের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার কমেছে। পরীক্ষাকেন্দ্রগুলোয় জারি থাকবে ১৪৪ ধারা। সদ্য শেষ হওয়া এ বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এড়ানো যায়নি। তার জেরে একের পর এক অভিযোগ শুনতে হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। উচ্চ মাধ্যমিকে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেই মনে করছেন প্রশাসন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল থাকলে পরীক্ষা বাতিল করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হবে ছাত্রছাত্রীদের । এ দিকে, কোনও স্কুলে যদি নকল করা বা অন্যান্য কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেই স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল করে দিতে পারে সংসদ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022