
শুভেন্দু অধিকারীর গতকাল পোস্টার নিয়ে কটাক্ষ করেন মদন মিত্র বলেন, “শুভেন্দু অধিকারীর পজিশন খুব খারাপ যে ডেডলাইন শুভেন্দু অধিকারী দিয়েছিল সেটা ওর নিজের ডেডলাইন হয়ে গেছে। ভেতরের খবর হচ্ছে শুভেন্দু অধিকারী জানতে পেরেছিল ২১ তারিখে সি.এ.এ লাগু হবে তার ওপর নির্ভর করেই কথাটা বলেছিল । কিন্তু এতো সহজে এটা হবে না আমরা রক্ত গঙ্গা বইয়ে দেবো কিন্তু আমরা মারবো না মার খাবো। শুভেন্দু কিছু দিন রেস্ট নেওয়া উচিত। ওর একটু বিকৃতি হয়েছে। শুভেন্দু অধিকারী মাথা খারাপ হয়ে গেছে। আসলে ঠিক সময়ে বিয়ে না করায় ওর সমস্যা হচ্ছে।” এদিন তিনি আরো বলেন, ” গ্রামে গ্রামে আমাদের ছেলেরা রাস্তায় নেমে গেছে আমরা ৯৮ শতাংশ আসনে জিতব। বিজেপি চিটিংবাজের দল। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন কিন্তু সেদিন শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্য মন্ত্রী হবে না। শুভেন্দু অধিকারী কোন লজ্জা নেই ওর আরো বেশি লোক নিয়ে ঘোরা উচিত কারন ওর কথা গুলোতে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। ও যে তারিখ গুলো বলেছে তাতে সারা পৃথিবী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছিল।” এদিন মদন বাবু নন্দীগ্রামের ভোটের দ্বায়িত্ব চেয়ে বলেন সবাই ভোট দিতে পারবে সবুজ আবির খেলতে পারবে কোন জল মেশানো ভোট হবেনা নন্দীগ্রামে ।
আবার করোনা চোখ রাঙাচ্ছে। সেই নিয়ে সম্প্রতি কেন্দ্রের বৈঠক হয়েছে । কেন্দ্রের সঙ্গে করোনা নিয়ে আমাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে । করোনা নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে কিন্তু অযথা উদ্বিগ্ন হতে হবে না। আমরা বৈঠক করেছি। আমরা যে ভ্যাকসিন দিয়েছি বা দিচ্ছি সেটা করোনা ভ্যারিয়েন্ট বদল হচ্ছে সেটার ওপর ভ্যাকসিন গুলো কাজ করবে কি না সেটা আরো আপডেট করতে হবে কি না সেটা ওপর আমাদের আরো কাজ করতে হবে কি না সেটা আমাদের দেখতে হবে। আমাদের রাজ্যে ৩৫ টা আর টিপিসি আর ল্যাব রয়েছে । করোনা রোগীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বেড রাখা হচ্ছে। আমাদের কথা গুলি শুনে কেন্দ্রের মন্ত্রী আমাদের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন।” বলেন মদন মিত্র ।
- অবশেষে তিহাড় জেলেই ঠাঁই হল কেষ্টার - March 21, 2023
- ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে গিয়ে দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা - March 21, 2023
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023