শুভেন্দুকে দেখে মঞ্চে উঠলেন না মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনেও জারি রইল রাজনৈতিক বিরোধীতা। উদ্বোধনীর মঞ্চে শুভেন্দু অধিকারীকে বসে থাকতে দেখে্ন মমতা, পারিপার্শ্বিকে উঠেছে ‘জয় শ্রী রাম’ স্লোগান। সব দেখে মঞ্চেই উঠলেন না মমতা।বসে রইলেন দর্শক আসনে, বক্তব্য রাখলেন সেখান থেকে।

একসময় একই দলের হয়ে সুর চড়িয়েছেন দুজন। তবে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান, রাজনৈতিক পথ আলাদা করেছে শুভেন্দু-মমতার। এর আগেও একই ঘটনা ঘটেছিল আরও একবার। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মঞ্চে বক্তৃতা দিতে উঠেছিলেন মমতা। এমন সময় ‘জয় শ্রী রাম’ ধ্বনি ওঠে মঞ্চ থেকে।সেই বার প্রতিবাদে বক্তৃতা রাখেননি মমতা।

তবে আজ, বক্তৃতায় প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মমতা। সঙ্গেই জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনের আনন্দ প্রকাশ করলেন তিনি। কিন্তু শুভেন্দুর সঙ্গে বজায় রাখলেন তফাৎ। যদিও বহাল তবিয়তে মঞ্চেই বসে থাকলেন শুভেন্দু।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন এবং ‘জোকা-তারাতলা’ মেট্রোর।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube