
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস মহামারী রূপে এদেশে দেখা দেওয়ার পর সংক্রমণ রুখতে সারাদেশেই বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবা। তবে বর্তমানে দেশ ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ থেকে বের হয়ে আনলক ওয়ান পর্যায়ে রয়েছে। এরই মধ্যে ওয়েস্টার্ন রেলওয়ে টুইট করে জানিয়েছে যে, করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যে একমাত্র যারা অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত সেই কর্মীদের যাতায়াতের জন্যে আজ (সোমবার) থেকে মুম্বইয়ে ট্রেন চালানো হচ্ছে। পাশাপাশি ওই টুইটে একথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ট্রেনগুলিতে সাধারণ যাত্রীরা ওঠার অনুমতি পাবেন না, তাই কোনও স্টেশনে যাতে যাত্রীরা ভিড় না করেন সেই অনুরোধও করা হয়েছে।
“”অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত যে কর্মীদের রাজ্য সরকার চিহ্নিত করবে তাঁদের যাতায়াতের জন্যে, ১৫ জুন, সোমবার থেকে ফের কিছু লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে” , টুইট করে জানানো হয়েছে একথা। জানা গেছে, আপাতত ওই ট্রেনগুলো প্রতিদিন সকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে চলাচল করবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, “চার্চগেট এবং ভিরারের মধ্যেই সবচেয়ে বেশি ট্রেন চলবে, তবে কয়েকটি ট্রেন দাহানু রোড পর্যন্তও চলাচল করবে” ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022