
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার সকালেই যেন বঙ্গ থেকে গায়েব হল শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।সকাল থেকেই তিলোত্তমা ঘন কুয়াশায় মুখ ঢেকেছে। চাদর সোয়েটর সাধারণ মানুষের গায়ে আছে ঠিকই, তবে শীতের ধার যেন গায়েব।মৌসম ভবন সূত্রে খবর, আজকের সর্বাধিক তাপমাত্রা হতে পারে, ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আজ ও আগামীকাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়লে কুয়াশার প্রভাব কমবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে উপকূলের জেলাগুলোর পাশাপাশি সঙ্গে কলকাতাতেও। এর জেরেই আবহাওয়ায় পরিবর্তন আসছে। এই জলীয় বাষ্পের অনুপ্রবেশে,তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বেলা বাড়লে তাপমাত্রাও বাড়তে পারে।এই জানুয়ারীর শীতেও বাড়বে অস্বস্তি। ঘন কুয়াশার জেরে আজ সকাল থেকেই পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।সকাল থেকেই ব্যহত হচ্ছে বিমান, রেল, ভেসেল পরিষেবা। মৌসম ভবন জানাচ্ছেন, আগামী পাঁচ দিন বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় বিরাজ করবে।মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।বুধবার কলকাতা সহ হাওড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।উত্তরবঙ্গের ক্ষেত্রে, আগামী ৪৮ ঘন্টা দার্জিলিং এবং কালিংপং’এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023