শুক্রবার থেকে দিল্লি টেস্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। গৌতম রায় ।।

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও স্লো টার্নার অপেক্ষা করে আছে অজিদের জন্য। তবে নাগপুরে অধিনায়ক রোহিত শর্মা শতরান করলেও ভারতের টপ ও মিডল অর্ডার নিয়ে চিন্তা আছে। শ্রেয়স আইয়ার চোটমুক্ত হয়ে স্কোয়াডে ফিরেছেন। হেড কোচ রাহুল দ্রাবিড় তাঁর দলে ঢোকার ইঙ্গিত দিলেন। তবে কেএল রাহুলকে নিয়ে দুশ্চিন্তা আছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। অথচ ফর্মে থাকা শুভমন গিল অপেক্ষা করছেন।

দিল্লিতে কি রোহিতের সঙ্গী বদলাতে পারে? সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে অস্ট্রেলিয়া শিবিরেও একই রকম অস্বস্তি ডেভিড ওয়ার্নারকে নিয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে দিল্লিতেও স্পিনের ফাঁদে অজিদের ফের কাবু করার পরিকল্পনায় টিম ইন্ডিয়া। বুধবার টানা ৪৫ মিনিট নেট সেশন করলেন কোহলি। তারপর তাঁকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল। দাবিড়ও জানিয়ে দিলেন, আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে ভারত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube