
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ কর্মক্ষেত্রে সঠিক সম্মান পাবেন। পরিশ্রমের ফল পাবেন আজ। আপনি নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন। আজ বুদ্ধির দ্বারা সময়ের আগে কাজ শেষ করুন।
বৃষ: আজ কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব বজায় থাকবে। চাকুরিজীবি এবং ব্যবসায়ীদের উন্নতি হবে আজ। আজ আপনার কাজের দক্ষতা বাড়বে। আজ সকলকে নিয়ে চলতে চাইবেন।কাছাকাছি কোথাও ছোট্ট ট্যুর প্ল্যান করতে পারেন। মিথুন: আজ ব্যক্তিগত জীবনে খুব সহজেই এগিয়ে যাবেন।আজ কর্মক্ষেত্রে ঊর্ধতন কর্তাদে সম্মান দিয়ে চলুন। বিবাহ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিন। আজ মানসিক সমতা বজায় রাখুন। কর্কট: আজ কর্মক্ষেত্রে উদ্যোগ নিয়ে কাজ করুন। আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ। আজ আপনার যোগাযগ বাড়বে। কোনও বড় অনুষ্ঠানের অংশ হতে পারেন আজ। সিংহ: আজ সঞ্চয়ের দিকে মন দিন। গুরুত্বপূর্ন কাজ আজ সফলভাবে সম্পন্ন করত পারবেন। জীবনযাত্রায় উন্নতি হবে আজ। কন্যা: আজ সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রের হাল ফিরতে শুরু কজরবে। আয় বাড়বে আজ। আত্মবিশ্বাস বাড়বে আজ। লম্বা পরিকল্পনা সফল হবে আজ। আজ সব কাজের শুভ প্রভাব বজায় থাকবে। তুলা: আজ অর্থনৈতিক পরিস্থিতি জীবনে প্রভাব ফেলবে। প্রতিপক্ষ হইতে সাবধান থাকুন আজ। চাকরি ও ব্যবসার পরিস্থিতি আগের মতোই থাকবে। আজ নিজের বুদ্ধির জোরে কাজ সম্পন্ন করুন। বৃশ্চিক: আজকের দিন আপনার কাছে লাভজনক হবে। আজ কর্মক্ষেত্রে নিজের ছাপ রাখবেন। প্রাপ্য সম্মান পাবেন আজ। আজ বড় স্বপ্নের দিকে এগিয়ে যান। ধনু: আজ ব্যবসায় লাভ পাবেন। সামাজিক সমস্যা মিটে যাবে আজ। আজ জীবনে সমতা বজায় রাখতে সক্ষম হবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে আজ। মকর: আজকের দিন উন্নতি শুরু করার জন্য শ্রেষ্ঠ। আপনার ভাগ্য আপনাকে আজ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ বিভিন্ন কাজে গতি বাড়বে। কুম্ভ: আজ স্বাস্থ্যকে এড়িয়ে যাবেন না। আজ কাছের কোনও মানুষের থেকে গুরুত্বপূর্ন তথ্য পাবেন। আজ শৃঙ্খলা মেনে চললে উপকৃত হবেন। মীন: আজ ব্যক্তিগত সমস্যার সমাধান হবে। মামলা-মোকদ্দমায় আপনার জয় হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023