
নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠার হাতছানি ভারতের সামনে। মঙ্গলবার নিউজিল্যান্ডকে শেষ একদিনের ম্যাচে হারাতে পারলে আইসিসির ক্রম তালিকায় ১ নম্বরে উঠে আসবে টিম ইন্ডিয়া। রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছে কিউয়িরা। ১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্থানে উঠে এল ইংল্যান্ড। নিউজিল্যান্ড সমসংখ্যক পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। উল্লেখযোগ্য ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে রোহিত শর্মার দল। ফলে ইন্দোরে কিউয়িদের হোয়াইট ওয়াশ করতে পারলে বিশ্বকাপের বছরের শুরুতেই একদিনের ক্রিকেটে সিংহাসন দখলের সুযোগ মেন ইন ব্লুর কাছে।
ইন্দোরে পৌঁছালো ভারতীয় দল। সিরিজ জয়ের কাজটা রায়পুরে সেরে এসেছে টিম ইন্ডিয়া। হোলকার স্টেডিয়ামে লক্ষ্য হোয়াইট ওয়াশ। রবিবার বিশ্রামেই কাটালেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবার অনুশীলন করবে টিম ইন্ডিয়া। তৃতীয় একদিনের ম্যাচে বিশ্রামে দেওয়া হতে পারে কয়েকজন ক্রিকেটারকে। দলে ফেরানো হতে পারে চাহাল, উমরান মালিককে। পাশাপাশি শাহাবাজ বা রজত পাতিদারকেও সুযোগ দেওয়ার চিন্তাভাবনা আছে। সামনে লম্বা ক্রিকেটসুচি, তাই খুব বেশি ঝুঁকি নিতে চাইছেন না রাহুল রোহিত জুটি।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023