শীত উধাও!

কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে! তবে কোথায় শীত? যে শীত মানুষের হাড় কাঁপাতেই ব্যর্থ সেই শীত কেমন করে বাঘের গায়ে কামড় বসাবে? মরশুমের শুরু থেকেই বাংলা যেন শীতের না পসন্দ ছিল এইবার । শীতপ্রেমীরা উপভোগই করতে পারেননি এইবার । আর আজ মকর সংক্রান্তি । আজকের দিনে হাড় কাঁপানো ঠাণ্ডা না থাকলে চলবে কীভাবে ? তবে এবার মকর সংক্রান্তির দিন নেই হার কাঁপানো শীত। এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। প্রায় ২০ ডিগ্রি ছুঁয়ে ফেললো সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা – ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা – ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতের আমেজ শহর থেকে প্রায় গায়েব । সকাল থেকে কলকাতা ও তার পার্শ্বব্তী জেলাগুলিতে সম্পূর্ণ মেঘলা আকাশ রয়েছে।
বাতাসে জলীয় বাষ্প এর পরিমান বেশি থাকার কারণে একটা গুমোট, অস্বস্তিকর পরিবেশ। সকালের দিকে হালকা কুয়াশা রয়েছে বেলা বাড়লেও রোদের দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে , সোম, মঙ্গল, বুধবারে সামান্য তাপমাত্রার পতন হলেও হতে পারে, তবে সেটাও ১৫ ডিগ্রির নিচে নয়। বৃহস্পতিবার এর পর আর নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার থেকে জানুয়ারি মাসের একেবারে শেষ সপ্তাহের শেষ দিন পর্যন্ত ওই ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে পারদ।
অতএব জাঁকিয়ে শীত, এই মরশুমে আমরা আর পাচ্ছি না বলেই, এখনো পর্যন্ত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত পারদ পতনের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের ক্ষেত্রে, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিংপং এ হালকা বৃষ্টির পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তরের।
উত্তরের সব জেলাতেই ঘন কুয়াশা থাকবে ৪৮ ঘন্টায়। প্রচুর জলীয় বাষ্প, ঢোকার ফলে তাপমাত্রা বাড়বে , কুয়াশাও থাকবে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাতে ঘন কুয়াশা থাকবে আগামী ৪৮ ঘণ্টায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube