
নিউজটাইম ওয়েবডেস্ক : বঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। গতকালের থেকে আজ তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি।আজকের সর্বনিম্ন তাপমাত্রা – ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে দিনের তাপমাত্রা সামান্য কমেছে।এর ফলে রাতের বেলা জাঁকিয়ে যে শীত সেটা যেমন অনুভূত হবে না তেমনই দিনের বেলাতেও যে খুব গরম লাগবে এমনটাও নয়। অর্থাৎ এই অবস্থায় হালকা শীতের যে আমেজ সেটা ৪-৫ দিন বজায় থাকবে।
বঙ্গোপসাগর ও সন্নিহিত এলাকায়, ২টো পশ্চিমি ঝঞ্ঝা, ১টা বিপরীত ঘূর্ণাবর্ত এবং ১টি উচ্চচাপ যুক্ত শক্তিশালী বলয় তৈরি হয়েছে। এই চারটি সিস্টেম কাটিয়ে আদৌ বঙ্গে শীত আসবে কিনা, তা অনিশ্চিত, বলছে হাওয়া অফিস।আজকে সারাদিন কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। মাঝেমধ্যে রোদের দেখা মিলতেও পারে।জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেড়ে যাওয়াতে শুষ্ক-ভাবটা কিছুটা হলেও গায়েফ হবে, দক্ষিনবঙ্গের ক্ষেত্রে।দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার অর্থাৎ উপকূলের এলাকা গুলোতে আজ থেকে কাল দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।দক্ষিণবঙ্গের আকাশ আজ আংশিক মেঘলা থাকবে।কাল থেকে আকাশ পরিস্কার হয়ে যাবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023