শীতে কাঁপছে শহর

শীতে কাঁপছে গোটা শহর কলকাতা । গত দু’টো মাস প্রায় শীত এসেও ধরা দেয়নি কাউকেই । প্রায় মধ্য লগ্নে এসে শীত অনুভুত হচ্ছে বাংলাবাসির । ক্রিসমাস থেকে নতুন বছরের প্রথম দিন সবটাই কেটেছে উষ্ণতার ছোঁয়ায় । আর তাই দেখেই বাঙালি প্রায় ভাবতেই বসেছিল শীত বুঝি বিদায় নিল ।

তবে প্রায় মধ্য লগ্নে এসে শীত তার অস্তিত্ব জানান দিচ্ছে গোটা বঙ্গবাসীকেই । আজ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি। বাঙালির ঘুম ভেঙেছে কুয়াশা মাখা ভোরে । যদিও বেলায় কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনাই জানান দিচ্ছে আবহাওয়া অফিস । তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত দু’দিনের চাইতে সামান্য বাড়ল তাপমাত্রা ।

আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস । যার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ে । কনকনে ঠান্ডা আরও সাত দিন বজায় থাকবে । পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শৈত্য প্রবাহের সম্ভাবনা । জম্মু-কাশ্মীর ঝাড়খন্ড বিহার উত্তর প্রদেশ ও দিল্লি হয়ে প্রবেশ করছে উত্তর পশ্চিম বাতাস কোন বাঁধা ছাড়াই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube