নিউজটাইম ওয়েবডেস্ক :
আজ সাতসকালেই সূর্যর মুখ দেখলো
জলপাইগুড়ি জেলা।গতকালের
মতো ঘন কুয়াশা
না থাকলেও, রোদ উঠেছে।সকালে সর্বোচ্চ তাপমাত্রা
৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও,
হাল্কা ঠান্ডা বাতাস বইতে
থাকায় ঠান্ডা অনুভূত হচ্ছে।বেলা
বাড়লে দিনের তাপমাত্রার পারদ
উঠলে ঠান্ডার প্রকোপ কমবে
দক্ষিণ
বঙ্গের অন্যান্য জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে
শীতের দাপট নদীয়া জেলাতেও। আবহাওয়া
দপ্তর সূত্রে খবর অনুযায়ী
সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি
সেলসিয়াস আর সর্বোচ্চ ২৩
ডিগ্রি। ভোরের
দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার
সঙ্গেই রোদ উঠলেও উত্তরে
হওয়ার দাপটে কনকনে ঠান্ডায়
জুবুথুবু অবস্থা জেলাবাসীর।
টানা কয়েকদিন শৈত প্রবাহের পর উত্তরে হওয়া কমে যাওয়ায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী জেলায়। যদিও ৯.৫ ডিগ্রি থেকে ১০.৫ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে পারদ। কনকনে শীত এখনো অনুভূত। এই পরিস্থিতিতে রবিবার রাতে রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে দেখা গেল ভবঘুরেদের কম্বল বিতরণ করতে। দুর্গাপুর রেলস্টেশন বাসস্ট্যান্ড সহ রাস্তার ধারে ইতি-উতি শুয়ে থাকা ভবঘুরেদের কম্বল দিলেন তিনি।