
নিউজটাইম ওয়েবডেস্ক : ভোরের লোকাল ট্রেনে এক যাত্রীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারল দুষ্কৃতিরা। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা ষ্টেশনে। আহত ব্যক্তি মসিয়ার জমাদার(৩৮)। তিনি ডায়মন্ড হারবারের নেতড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ গামী লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে আচমকাই ট্রেনের কামড়ায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন দুষ্কৃতী মসিয়ার জমাদারের উপর চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এমনকি গুলি করার চেষ্টাও করে। তবে ট্রেন যাত্রীদের হস্তক্ষেপে গুলি চালাতে পারেনি দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের কামড়ার। পরবর্তী দেউলা ষ্টেশন এলে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীরা চম্পট দেয়। অন্যদিকে ট্রেনের যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনায় এক অভিযুক্তকে ধরে ফেলেন স্টেশন চত্বরে থাকা মানুষজন। ধৃতের নাম ইমরান গায়েন। তাঁকে উস্তি থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তার একটি দোকান রয়েছে। নিত্যদিনের মত রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন। সেই সময় দুষ্কৃতীরা তার পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। তবে ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটা ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার রেল পুলিশ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023