শিল্পীর ছোঁয়ায় রং তুলিতে রাজপুত্র

নিউজটাইম ওয়েবডেস্ক : শিল্পীর হাতে ট্রফি দেখতে চান শিল্পী। অধরা স্বপ্নপূরনের লক্ষ্য নিয়ে আজ নামছেন লিও মেসি। বিশ্ব জুড়ে তার জন্য চলছে প্রার্থনা। পশ্চিম মেদিনীপুরের শিল্পী আদিত্য সেনাপতি প্রিয় নায়ককের যজ্ঞ করছেন না, বা বাড়ির সামনে ঢাউস পতাকা লাগাননি। রং তুলির ছোঁয়ায় তুলে ধরেছেন লিওকে।।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার কাদিলপুর নামের একটি প্রত্যন্ত গ্রামে জন্ম আদিত্যর । মধ্যবিত্ত পরিবার থেকে আকাশচুম্বী সপ্ন দেখে এবং সেই সপ্নের দিকেই ক্রমশ এগিয়ে চলে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ এবং হাতের দক্ষতা দেখে শিক্ষকরা উৎসাহ দিতেন আদিত্যকে। আর্ট কলেজে পড়াশোনার ইচ্ছে থাকলেও সেই ইচ্ছে পূরণ করতে পারেনি আর্থিক অভাবে। কিন্তু ছবি আঁকা চালিয়ে যায়।কলকাতা, রাজস্থান, মুম্বাই সহ ভারতের বিভিন্ন প্রান্তে এক্সিবিশন করে।

পান অগাধ সুনাম ও পুরস্কার। ২০২১সালের নভেম্বরে জয়পুর রাজস্থানের আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী থেকে তার আঁকা মাদার অন্যান্ড চাইন্ড” বিষয়ের ছবি বিক্রি হয় ৫০ হাজার টাকা মূল্যে। সাম্প্রতিক মুম্বাই নেহেরু সেন্টার আর্ট গ্যালারিতে ৫০০ এর অধিক শিল্পীদের মধ্যে “কলা সম্মান এওয়ার্ড ” এ সম্মানিত হয়েছেন এই বঙ্গ শিল্পী।

পেশাগত ভাবে আদিত্য একজন শিল্পী, আঁকার শিক্ষক, এবং শিক্ষানবিশ যে আজীবন শিখে যেতে চায়।
শিল্পী হিসেবে সমাজের প্রতি একটা দয়িত্ব আছে।মেসি তার কাছে একটা আবেগ । শিল্পীর কথায়, আমরা প্রত্যেকেই চাই মেসির হাতেই উঠুক বিশ্বকাপের ট্রফি। দেশের হয়ে এটাই ওনার শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। তাই মেসি সহ সমগ্র আর্জেন্টিনা টিমকে শুভেচ্ছা জানাতে ফুটবলের ওপর এক্রেলিক রং দিয়ে মেসির ১০ টি ছবি আঁকলাম। ফুটবল, মেসি ও জার্সি নম্বর ১০ যেন একে অপরের সাথে অতপ্রতো ভাবে জড়িত। এই আঁকার মাধ্যমেই ওনাকে জানালাম ” .

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube