
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে কর্মবিরতি(পেন ডাইনের) পথে হাটলেন।গোটা রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ এর দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন।আজ এই একই দাবিতে বিভিন্ন চিত্র দেখা গেল রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠা গুলিতে। সেই আন্দোলনের আঁচ এসে পড়ল শিলিগুড়ি শহরের সব থেকে বড় মহিলা স্কুল শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে।সেখানে শিক্ষিকারা একদিনের পেন ডাউনের পথে হাঁটলেন। আন্দোলনরত শিক্ষিকারা এক প্রশ্নের উত্তরে জানান ডিএ তাদের নৈতিক অধিকার এবং এর থেকে বঞ্চিত শিক্ষক মহল এটা মানা যায় না।আজ তাঁরা প্রথম ক্লাস নিয়ে পেন ডাউনের পথে হাটলেন।পরবর্তীতে এই আন্দোলন কিভাবে কি করা যায় তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এই পুরো বিষয় নিয়ে প্রধান স্কুলের শিক্ষিকা অত্যুয়া বাগচীর কাছে জানতে চাইলে তিনি জানান, তাঁর এই আন্দোলন সম্পর্কে কিছুই জানা ছিল না।প্রথম ক্লাস ঠিকঠাক হবার পর দ্বিতীয় ক্লাসের সময় হই হট্টগোল শুনতে পেরে তিনি জানতে পারেন তাঁর স্কুলের সকল শিক্ষিকারা পেন ডাউন করেছেন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023