
নিউজটাইম ওয়েবডেস্ক : বছরের শেষে শীতের কামর আলিপুরদুয়ার জেলায়। সোমবার গভীর রাতে আচমকাই ব্যপক শিলাবৃষ্টি হয় ডুয়ার্সের আলিপুরদুয়ারের বক্সা, লেপচাখা, তাশিগাও এলাকায়। পাশাপাশি জয়ন্তী জয়গাঁও এবং হাসিমারা এলাকায় বৃষ্টিপাত ও লক্ষ্য করা যায়। সোমবার দুপুরের পর তাপমাত্রা কমতে থাকে আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড় এলাকায়। তাপমাত্রা নেমে আসে অনেকটাই নীচে।
তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। রাত ১১.৩০ থেকেই শিল পরতে শুরু করে এই দুই এলাকায়। প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি দরুন বক্সা পাহাড়ের গ্রামগুলি সাদা বরফের চাদরে ঢেকে যায়, তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী। ব্যাপক ক্ষতি হয় চাষাবাদের।বিষয়টি শিলাবৃষ্টি নাকি তুষারপাত, তা নিয়েও প্রচুর বিভ্রান্তি ছড়ায়। সকাল থেকেই সোস্যাল মিডিয়ার ওয়ালে অনেকেই লেপচাখায় তুষারপাতের বার্তা ছড়িয়ে দেন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ওই তাপমাত্রায় তুষারপাতের কোনো সম্ভাবনাই নেই।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023