
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ উত্তরবঙ্গের সিকিম, দার্জিলিং’এ শিলা বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, ক্যালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ শিলা বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হবে সাথে।মালদা ও দিনাজপুর এ লাইটনিং সহ ঝড় বৃষ্টি হবে। ১৭ তারিখ উত্তর বঙ্গে বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে। ১৮ ও ১৯ উত্তর বঙ্গে শুধু বৃষ্টি হবে। এই কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে।
দক্ষিণবঙ্গে আজ শুধু সুন্দরবনে হয়েছে ঝড় বৃষ্টি আজ বিকেল এবং আগামীকাল ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। ১৭ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে সাথে শিলাবৃষ্টি ও বিক্ষিপ্তভাবে হতে পারে এবং হাওয়ার গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বসবে। দক্ষিণবঙ্গে ১৮-১৯ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে ঝড়ো হাওয়াও থাকবে ৩০ থেকে ৪০। কুড়ি তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে এই কালবৈশাখী হবে। কলকাতাতে এবং উপকূলে জেলাগুলোতে ১৮ ১৯ তারিখে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কালবৈশাখীতে বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তার জন্য হাওয়া অফিস থেকে সাধারণ মানুষকে এলার্ট করা হলো এবং বজ্রপাত কোথায় হবে সেটা জানানো হবে হাওয়া অফিস থেকে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023